জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে
সরকারি কলেজ বঙ্গবন্ধুর ম্যুরাল “ মুক্তির দিশারী” এর ভিত্তিপ্রস্তর স্থাপন
স্টাফ রিপোর্টার,
রোববার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর করেন স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ শাহ আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মাউশির সাবেক মহাপরিচালক ও ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ট্রেজারার প্রফেসর ফাহিমা খাতুন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর বিভূতি ভূষন দেবনাথ ও কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ হামজা মাহমুদ। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকগন উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর ম্যুরাল “ মুক্তির দিশারী” এর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে “গ্রীন ক্যাম্পাস, ক্লিন ক্যাম্পাস” শ্লোগানকে সামনে রেখে কলেজ ক্যাম্পাসে ১০০টি বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন মোকতাদির চৌধুরী এমপি।