স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় করোনা পরিস্থিতিতে অক্সিজেন সংকট মোকাবেলায় ও এ্যাম্বুলেন্স সেবা নিশ্চিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন বিজেশ^র স্বাস্থ্য সুরক্ষা কার্যালয়।
মঙ্গলবার দুপুরে সংগঠনটির পক্ষ থেকে সদর উপজেলা রামরাইল ইউপির বিজেশ^র গ্রামে ফ্রি অক্সিজেন সেবা ও এ্যাম্বুলেন্স সার্ভিস শুরু হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়–য়া। এতে রামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহদাত খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম,এ, এইচ মাহবুব আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাবেক সভাপতি মোঃ আরজু।
এ সময় বক্তারা বলেন, করোনা পরিস্থিতিতে অক্সিজেন সংকট মোকাবেলায় এবং এ্যাম্বুলেন্স সার্ভিস নিশ্চিতে সংগঠনটি বিনামূলে যে সেবা কার্যক্রম চালু করেছে তার প্রশংসা করেন এবং সমাজের সকল বিত্তবানদের করোনায় আক্রান্তদের পাশ এগিয়ে আসার আহ্বান জানান। এর আগে অতিথিবৃন্দ বিভিন্ন প্রকার ১ হাজার গাছের চারা রোপন করেন।