স্টাফ রিপোর্টার:
করোনায় আক্রান্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বাদ যোহর জেলা জামে মসজিদ কমিটির উদ্যোগে ও সদর হাসপাতাল জামে মসজিদে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে এই দোয়ার আয়োজন করা হয়।
জেলা জামে মসজিদে আয়োজিত দোয়ায় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক এডঃ মোঃ লোকমান হোসেনসহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও সদর হাসপাতাল জামে মসজিদে প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত দোয়ায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সহ-সভাপতি ইব্রাহিম খান সাদতসহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ উপস্থিথ ছিলেন।
দোয়ায় জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, তার স্ত্রী ও ছেলেসহ সকল করোনায় আক্রান্ত রোগীদের সুস্বাস্থ্য কামনা করা হয়। এছাড়াও দোয়ায় করোনা মহামারি থেকে সমগ্র বিশ্বকে মুক্ত করতে মহান আল্লাহ তা আলার কাছে ফরিয়াদ জানানো হয়।