স্টাফ রিপোর্টার:
করোনার সংক্রমণ রোধে ব্রাহ্মণবাড়িয়ায় ৫ম দিনের লকডাউন চলছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সোমবারও সকাল থেকেই বন্ধ রয়েছে গনপরিবহন, শপিং কমপ্লেক্স, মার্কেটসহ বিভিন্ন দোকান পাট। জরুরী সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান সমূহ খোলা রয়েছে। সড়কে পন্যবাহী ট্রাকসহ ছোট আকারের যান বাহন চলাচল করছে।
তবে লকডাউনের ৫ম দিনে শহরে সাধারণ মানুষের উপস্থিতি কিছুটা বেড়েছে। এদিকে স্বাস্থ্যবিধি নিশ্চিতে জেলা প্রশানের ৩৩ টি ভ্রাম্যমান আদালত জেলার বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করছে। রবিবার বিকেল থেকে সোমবার পর্যন্ত স্বাস্থ্যবিধি অমান্য করায় এবং অহেতুক বাইরে ঘুরাফেরা করায় ৩৪৫ জন ব্যক্তিকে ১ লাখ ৯৬ হাজার ১শ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও সেনা বাহিনী, র্যাব, বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন গুরুৃত্বপূর্ণ স্থানসহ অলি গলিতে টহল দিচ্ছে। জেলা প্রশাসন জানিয়েছে, করোনার সংক্রমণ রোধে লকডাউন প্রতিপালনে জেলা প্রশাসন অভিযান অব্যাহত রয়েছে পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়মিত টহল দিচ্ছে।