স্টাফ রিপোর্টার:
সম্প্রতি গত ২৬থেকে ২৮মার্চ হেফাজতের তান্ডবে ক্ষতিগ্রস্থ ব্রাহ্মনবাড়িয়া রেলস্টেশনের রেল সেবা দ্রুত চালুর দাবীতে মানববন্ধন করেছেন জেলা ওয়ার্কার্স পার্টি।
মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড এডভোকেট কাজী মাসুদ আহমেদের সভাপতিত্বে ও জেলা ছাত্র মৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসির এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক কমরেড আবু সাঈদ খান, জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক ও ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম, জেলা যুব মৈত্রীর আহবায়ক কমরেড অ্যাড. মোঃ নাসির মিয়া, সদস্য সচিব কমরেড ফরহাদুল ইসলাম পারভেজ, যুব মৈত্রী নেতা শরীফ আহমেদ খান, রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি কমরেড সামসুল আলম, সাধারন সম্পাদক ফিরোজ পাটোয়ারী, জেলা ছাত্র মৈত্রীর সাধারন সম্পাদক সানিউর রহমান, কার্যকরী সদস্য মুহুয়ী শারদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা আগামী ২০ জুনের মধ্যে রেল সেবা চালু না করলে জেলার সর্বস্তরের জনগনকে নিয়ে রেল পথ অবরোধ সহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে জানানো হয়।