Advertisement

ইন্ধনদাতা পরিকল্পনাকারীদের আইনের আওতায় আনা হবে-(ডিআইজি) মো. হাবিবুর রহমান।

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৬৫৪।

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের নারকীয় তান্ডবে ইন্ধনদাতা-পরিকল্পনাকারীদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. হাবিবুর রহমান। তিনি শনিবার সকালে হেফাজতের তান্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়ায় পৌরসভা ভবন, উস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তন ও সদর উপজেলা ভূমি অফিসসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শনকালে এ কথা বলেন।

ডিআইজি হাবিবুর রহমান বলেন, এটি সম্পূর্ণ স্বাধীনতাবিরোধী ও ইতিহাস-ঐতিহ্যবিরোধী কাজ। সভ্য মানুষের পক্ষে এ ধরনের আচরণ সম্ভব নয়। যারা এ ঘটনার ইন্ধনদাতা, যারা পরিকল্পনাকারী- তারা ঘটনাস্থলে থাক বা না থাক, অবশ্যই আইনের আওতায় আসবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, জেলা পুলিশ, সিআইডি ও পিবিআই সম্মিলিতভাবে মামলাগুলো তদন্ত করছে। ইতিমধ্যে মামলার তদন্তকারী কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা জড়িত ছিল তা পর্যালোচনা চলছে। ভিডিও ফুটেজ দেখে আসামি শনাক্তের চেষ্টা চলছে। ইতিমধ্যে অনেককেই শনাক্ত এবং গ্রেফতার হয়েছে।

উল্লেখ্য, ২৬-২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের চালানো তান্ডবের ঘটনায় ৫৬টি মামলার মধ্যে ৯টির তদন্ত করছে সিআইডি। এছাড়া ২০১৬ সালে ব্রাহ্মণবাড়িয় জেলা সদরে মাদরাসাছাত্রদের চালানো তান্ডবের ঘটনায় হওয়া মামলাগুলোর মধ্যে পাঁচটির তদন্ত ভারও সিআইডিকে দেয়া হয়েছে।

 

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com