স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের হরতাল চলাকালে ভাংচুর ও অগ্নিযোগের শিকার বিভিন্ন ক্ষতিগ্রস্ত সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্তি সচিব দীপক চক্রবর্তী। আজ শনিবার দুপুরে তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, জেলা পরিষদ, ডাক বাংলো, পৌর ভূমি অফিস, সুর স¤্রাট ওস্তাত আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন ও মিলনায়তন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
এ সময় তিনি বলেন, এ ব্যাপারে একটি প্রতিবেদন মন্ত্রীর কাছে পেশ করব। নাগরিক সেবা প্রদানে স্থানীয় সরকারের অধিন প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম দ্রুত শুরু করতে চেষ্টা করব পাশাপাশি অন্যান্য মন্ত্রণালয়ের অধিন প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও দ্রুত শুরু করতে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ তানভীর আজম সিদ্দিকী, মোহাম্মদ ফারুক হোসেন, জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান, ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়র নায়ার কবির, জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম এমএসসি, জেলা পরিষদ সচিব মেহের নিগার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ বড়ূয়া, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল- মামুন সরকার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সনি আক্তার সূচী প্রমুখ।