Advertisement

পৌরসভার ৭২ কোটি টাকার ক্ষয়ক্ষতি, নাগরিক কার্যক্রম বন্ধ

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৭৭৫।

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়া পৌর ভবন ও মেয়রের বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনায় শনিবার দুপুরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেছেন মেয়র নায়ার কবির।

তিনি লিখিত বক্তব্যে বলেন, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতাল চলাকালীন সময়ে বিএনপি-জামাত জোটের এবং বিগত পৌর নির্বাচনে পরাজিত আমার নিকটতম দুই প্রতিদন্ধী প্রার্থীর একদল অশৃঙ্খল লোক বঙ্গবন্ধু স্কয়ার , বঙ্গবন্ধু প্রতিকৃতি এবং পৌর ভবনে গান পাউডার ও পেট্রোল ছড়িয়ে আগুন ধরিয়ে দেয়। এতে পৌরসভার চতুর্থতলা বিশিষ্ট পৌর কমপ্লেক্স ভবন ও কার্যালয়ে সকল কাগজপত্রসহ প্রয়োজনীয় যন্ত্রপাতিতে অগ্নিসংযোগ ও লোটপাট চালায়।

এতে প্রায় ৭২ কোটি টাকার ক্ষতি হয় বলেও জানান তিনি। এছাড়া তার বাসভবনেও হামলা চালানো হয়। বর্তমানে পৌরসভার সকল কার্যক্রম বন্ধ রয়েছে উল্লেখ করে তিনি সরকারের সহযোগিতা কামনা করেন। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com