স্টাফ রিপোর্টার:
সংস্কৃতি প্রতিমন্ত্রী এ,কে,এম খালিদ বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ায় যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তা বিশ^াস করা যায়না। ৭১ আর এখনকার ধ্বংসযজ্ঞ একই চরিত্রের। স্বাধীনতার পরাজিত শত্রুরাই এটি করেছে। তিনি আজ বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিগ্রস্থ শিল্পকলা একাডেমী ও সুর স¤্রাট ওস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণ পরিদর্শন শেষে একথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেছি দ্রুত পুঃননির্মানের কাজ শুরু হবে পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। পরিদর্শনকালে সুর স¤্রাট ওস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণের সাধারণ সম্পাদক মনজুরুল আলম, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ওসমান গণি সজীবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রবিবার হেফাজতের হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়ায় শিল্পকলা একাডেমী ও সুর স¤্রাট ওস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণসহ বিভিন্ন সরকারি দপ্তর ভাংচুর শেষে অগ্নিসংযোগ করা হয়।