স্টাফ রিপোর্টার:
“মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি” এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। এ সময় বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জাতীয় ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি প্রমূখ।
সভায় ভোক্তাদের অধিকার সংরক্ষণে এবং খাদ্যে ভেজাল রোধে অভিযান বৃদ্ধির পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রমকে আরো গতিশীল করার আহ্বান জানানো হয়। পরে জনসচেতনতায় একটি ট্রাক শো শহরের বিভিন্ন গুরুত্ব পয়েন্টে ঘুরে ঘুরে প্রচারণা চালায়।