স্টাফ রিপোর্টার:
নোয়াখালী জেলার বসুরহাটে রাজনৈতিক প্রতিহিংসার শিকার বার্তা বাজার এর নোয়াখালী জেলা প্রতিনিধি ও উদীয়মান সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কিরকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় সর্বস্তরের সাংবাদিক সমাজের উদ্যোগে মানববন্ধন পালিত হয়।
বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সাবেক সভাপতি খ.আ.ম. রশিদুল ইসলাম, সৈয়দ মিজানুর রেজা, মোহাম্মদ আরজু, সাংবাদিক আল-আমীন শাহীন, ইব্রাহিম খান সাদাত, মোঃ বাহারুল ইসলাম মোল্লা, সৈয়দ মোহাম্মদ আকরাম, নিয়াজ মোহাম্মদ খান বিটু, এইচ.এম. সিরাজ,মফিজুল ইসলাম লিমন. শিহাব উদ্দিন বিপু, জালাল উদ্দিন রুমি, ফরহাদুল ইসলাম পারভেজ ,বার্তা বাজারে জেলা প্রতিনিধি মোঃ রাসেল আহমেদ প্রমুখ ।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক মুজাক্কির হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। নতুবা সারা দেশের সাংবাদিকদের নিয়ে বৃহত্তর আন্দোলন করার ঘোষনা দেন।
উল্লেখ্য, নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা ও আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান বাদল গ্রুপের মধ্যে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হন বোরহান উদ্দিন মুজাক্কির। পরে ২০ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।