স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় করোনার টিকা প্রদানে আগ্রহীদের সংখ্যা বেড়েই চলছে। প্রতিদিন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বেচ্ছায় সদর হাসপাতালসহ স্বাস্থ্য কেন্দ্র গুলোতে টিকা নিতে ভীড় করছে।
গত ৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক ভাবে জেলার ৯ উপজেলায় করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু হয়।
১১ দিনে ৩০ হাজার ৭শ ৪৮ জন নারী-পুরুষ টিকা গ্রহনের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করেছে। এখন পর্যন্ত ১৫ হাজার ৬১৫ জন করোনার টিকা গ্রহন করেছে। এর মধ্যে রাজনীতিবদ, প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ, বিজিবি, সাংবাদিক, চিকিৎসক, সেবিকা, ব্যবাসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছে।
সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ জানান, প্রথম দিকে সাড়া কম থাকলেও দিনের পর দিন করোনার টিকা গ্রহনে সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে। টিকা গ্রহনে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে।
এদিকে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান, টিকা নিয়ে গুজব বন্ধে বিট পুলিশিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। পাশাপাশি করোনার ভ্যাকসিন গ্রহনে তাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে।