Advertisement

শীত বাড়ার সাথে সাথে বাড়ছে ঠান্ডজণিত রোগের প্রকোপ

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৮০০।

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে ঠান্ডজণিত বিভিন্ন রোগের প্রকোপ বেড়েছে। প্রতিদিন বিভিন্ন ঠান্ডাজণিত রোগ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভীড় করছে রোগীরা।

আক্রান্ত রোগীদের মধ্যে নারী, শিশু ও বয়স্কদের সংখ্যা বেশী। ঠান্ডায় নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে। হাসপাতালের ইনডোর ও আউটডোরে চলছে চিকিৎসা সেবা কার্যক্রম। বহির্বিভাগে প্রতিদিন প্রায় ৩ থেকে ৪শত রোগী চিকিৎসা নিচ্ছে।

ঠান্ডজণিত কারণে প্রতিদিন গড়ে ২০/৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। এখন পর্যন্ত ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি আছে ৪০ জন, শিশু বিভাগের ভর্তি আছে ৬৫ জন।

ব্রাহ্মণবাড়িয়া জেনালের হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার মোঃ শওকত হোসেন জানান, হাসপাতালে এন্ডিবায়োটিক ও স্যালাইনসহ পর্যাপ্ত ওষুধ মজুদ রয়েছে। চিকিৎসকরা নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com