মোঃ রাসেল আহমেদ,এনবি ডেস্ক:
ক্রীড়া শক্তি ক্রীড়া বল, মাদক ছেড়ে খেলতে চল এ স্লোগানকে সামনে রেখে মীর মোঃ শাহীন মিনি কাপ ফুটবল টূর্ণামেন্টের ঝাকজমক ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
২৬ ডিসেম্বর শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ মাঠে কাজীপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ কিতাব আলীর সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি।
এতে বিশেষ অতিথি ছিলেন শাহা আলম ফুটবল একাডেমির সভাপতি এড.খন্দকার শাহ আলম, সমাজ সেবক হেবজুবুর রহমান বাড়ী শাকিল, বিশিষ্ট্য ঠিকাদার ছানাউল্লাহ আনার একুশে টেলিভিশন ও দৈনিক সময়ের আলো এর জেলা প্রতিনিধি মীর মোঃ শাহীন, জেলা ডিএফ এর সেক্রেটারি মোঃ মুহিন মিয়া, সদর উপজেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক মিয়া, শেখ মোঃ জামাল, মুসা মিয়া,সাইফুল মিয়া, মোঃ ফিরোজ মিয়া প্রমুখ।
এসময় বক্তারা বলেন, খেলাধুলা যে যুবকদের বাজে পথ এবং মাদক থেকে দূরে রাখে তার বাস্তব প্রমান হল আজকের ফাইনাল খেলায় দর্শক হিসেবে যুবকদের সংখ্যাই বেশি। যতক্ষন খেলা চলবে ততক্ষন এ যুবকরা মাঠে থাকবে। তাই যুবকদের মাদক থেকে দূরে রাখতে বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে। ফাইনাল খেলায় কান্দিপাড়া সপ্ন ছোঁয়া স্পোটিং ক্লাব বনাম মধ্যে কাজিপাড়া ফেন্স ক্লাব এর খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় ১-০ গোলে কান্দিপাড়া সপ্ন ছোঁয়া স্পোটিং ক্লাব বিজয়ী লাভ করেন। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।