স্টাফ রিপোর্টার,
ব্রাহ্মণবাড়িয়ায় সকল রিকসা চালককে রিকসার লাইসেন্স প্রদান, রিকসার লাইসেন্স ফি কমানোসহ ৫ দফা বাস্তবায়নসহ ইতিমধ্যে আটককৃত সকল রিকসা ছেড়ে দেয়ার দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা রিকসা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন।
বৃহস্পতিবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা রিকসা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের আহবায়ক নূরুল আলমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব সাহেদ মিয়া।
সংবাদ সম্মেলনে সাহেদ মিয়া বলেন, শহরের যানজটের জন্য রিকসা শ্রমিকের উপর দায় চাপিয়ে জেলা প্রশাসন ও পৌরসভা রিকসা অর্ধেকের চেয়ে বেশী কমানোর যে সিদ্ধান্ত গ্রহন করেছে আমরা মনে করি তা গণবিরোধী। প্রতিদিন অসংখ্য রিকসা পৌরসভা ও জেলা প্রশাসনের নেতৃত্বে আটক করে স্টেডিয়ামে রাখা হচ্ছে। ১৫/২০ দিন পর সেগুলোকে ছাড়া হচ্ছে। যার ফলে রিকসার ব্যাটারিগুলো অকেজো হয়ে যায়। এই যেন মরার উপর খাড়ার ঘা। আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ চাই। সকল আটককৃত রিকসা ছেড়ে দেয়ার দাবি জানাই।
সংবাদ সম্মেলনে যানজট নিরসনের ব্যাপারে শহরের মৌলভীপাড়া থেকে পুনিয়াউট বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তা প্রশস্ত করা, মেড্ডা থেকে ভাদুঘর পর্যন্ত তিতাস নদীর পাড় দিয়ে নতুন রাস্তা নির্মাণ, শহরের জনবহুল এলাকায় রিকসাস্ট্যান্ড স্থাপন, সকল রিকসা চালকের রিকসার লাইসেন্স দেয়া এবং লাইসেন্স ফি কমানোর দাবি জানান।
তিনি আগামী ০৬ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পৌরসভার সামনে অবস্থান কর্মসূচীর পালনের ঘোষনা দেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পাঁচদফা দাবি মানা না হলে হরতাল, অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসূচী দেয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা সিপিবির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, সহ- সাধারণ সম্পাদক আসমা খানম প্রমুখ।