স্টাফ রিপোর্টার:
ঢাকায় মাদ্রাসা ছাত্রদের উপর পুলিশের হামলা ও গ্রেফতারের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া। এ ঘটনার শুক্রবার সন্ধ্যা থেকে বিপুল সংখ্যক কওমী মাদ্রাসার ছাত্ররা জেলা শহরের প্রধান সড়ক টি,এ রোড অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
এ সময় শহরের প্রধান সড়কে যান বাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ ছাত্ররা বিভিন্ন রাজনৈতিক ব্যানার ও ফেস্টুনে অগ্নি সংযোগ করে।
এসময় থানাব্রীজের সামনে এক প্রতিবাদ সভায় বক্তারা আগামী ৩ ঘন্টার মধ্যে গ্রেফতারকৃত ছাত্রদের মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেয়া হয়।