Advertisement

রেলওয়ে স্টেশনে ফ্লাটফর্ম থেকে ৯৬ পিছ পেনসিডিল উদ্ধার

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৭৮১।

স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ে স্টেশনে থেকে ৯৬ পিছ পেনসিডিল উদ্ধার করেছে রেলওয়ে ফাড়িঁ থানার পুলিশ। গত ২২(নভেম্বর) স্টেশনে ফ্লাটফম থেকে এই পেনসিডিল উদ্ধার করা হয়।

রেলওয়ে ফাড়িঁ থানার এসআই(নিঃ) মোঃ সেতাফুর রহমান জানান,২নং ফ্লাটফমের যাত্রী ছাউনির পশ্চিম প্রান্তে ফ্লাটফর্মের উপর দুইটি কাটন পড়ে থাকতে দেখা যায়। কাটন গুলো মালিকের খোঁজ করা হলে কোনো সন্ধান মেলেনি।

পরে উপস্থিত থাকা লোকজন ও পার্শ্ববর্তী দোকানদের উপস্থিতিতে কাটন দুইটি খোলা হয়। খোলা পর ভিতরে দেখা যায় কাগজ ও কসটেপ দিয়ে মোড়ানো ৪টি করে মোট ৮টি প্যাকেট, প্রতি প্যাকেটে ১২ টি করে মোট ৯৬ টি পেনসিডিলের বোতল দেখতে পাওয়া যায়। পরে পরিত্যাক্ত হিসেবে বোতল গুলো জব্দ করা হয় বলে তিনি জানান।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com