Advertisement

নামাজরত অবস্থায় ইমামের মৃত্যু

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৮৩৯।

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় নামাজরত অবস্থায় একজন ইমামের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে শহরের পৌর এলাকার কুমারশীল মোড়স্থ ঐতিহ্যবাহী মদিনা মসজিদের ইমাম হাফেজ মাওলানা সুলায়মান (৫৮) ইন্তেকাল করেন।

তিনি জেলার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের গুটিগ্রামের মৃত হাজী কফিল উদ্দিন মন্সীর ছেলে। তিনি দীর্ঘ ৩৫ বছর যাবত মদিনা মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন।

মসজিদের খাদেম মাওলানা অহিদুজ্জামান জানান, ভোরে ফজর নামাজের ইমামতি করার সময় শ্বাসকষ্ট অনুভব করলে মেহরাব থেকে সরে দাঁড়ান তিনি। পরে মুসুল্লীদের সাথে জামায়াতে ফজর নামাজ আদায় করা অবস্থায় ইন্তেকাল করেন।

বাদ জোহর টেংকেরপাড় ঈদগাহ ময়দানে জানাযা শেষে তাঁর প্রতিষ্ঠিত শহরের মেড্ডাস্থ তিতাস পাড়া জামিয়া ইসলামিয়া সুলায়মানিয়া মাদ্রাসা প্রাঙ্গনে দাফন করা হয়। এদিকে তার মৃত্যুতে সর্বমহলে শোকের ছায়া নেমে আসে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com