স্টাফ রিপোটার:
ট্রেনে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চত করতে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার সারাদেশের অংশ হিসেবে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে আখাউড়া রেলওয়ে জংশন এর আওতায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় এই কর্মসূচী পালন করা হয়।
কর্মসূচীর অংশ হিসেবে স্টেশন প্লাটফর্ম ও আশপাশ এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের নিরাপত্তা ফাঁড়ির ইনচার্জ হাবিলদার মোঃ জিল্লু মিয়া, নায়েক এনামূল হক সরকারসহ নিরাপত্তা ফাঁড়ির সকল কনেস্টেবল।
প্রচারণা মূলক কাজে অতিথি হিসেবে অংশগ্রহন করেন একুশে টেলিভিশন ও দৈনিক সময়ের আলো পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মীর মোঃ শাহীন।
প্রচারণাকালে ট্রেনে পাথর নিক্ষেপ ও ট্রেনের ছাদে অনিরাপদ যাত্রা থেকে বিরত থাকতে এবং ট্রেনের বাফারে কিংবা ইঞ্জিনে না উঠতে সকলকে সচেতন করা হয়।