এনবি ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর দক্ষিণ পাড়া যুব কল্যাণ ঐক্য পরিষদের নবগঠিত কমিটির অভিষেক ও পৌরসভার মেয়র প্রার্থীর সমর্থনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ভাদুঘর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে আবু তাহের মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলার আওয়ামীলীগের কার্যকরী সদস্য ও সম্ভাব্য মেয়র প্রার্থী হাজী মাহমুদুল হক ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পয়াগ-নরসিংসার এ বাড়ী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আতাউর রহমান, ১২নং ওয়ার্ড কমিশনার রফিকুল ইসলাম নেহার,ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি হারন আল রশিদ, সাধারণ সম্পাদক আবদুল রকিব ভুইয়া, সাবেক মহিলা কাউন্সিলর নিলুফা ইয়াসমিন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন দানু মিয়া ভুইয়া, শামীম মুল্লা, আবদুল হাকিম, আলী আহমদ ভুইয়া, সুদুর রহমান পান্না, আবদুল কাইয়ুম মাস্টার,সংগঠনের সভাপতি ইসমাইল হাজারী কাজল, সাধারণ সম্পাদক শরিফুল হক ভুইয়া সুজন প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন মো. আলাল মিয়া।
এসময় বক্তারা হাজী মাহমুদুল হক ভুইয়া কে পৌরসভার মেয়র প্রার্থী হিসাবে দেখতে চাই বলে এলাকারবাসী কাছে আহব্বান জানান।