স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ায় একাডেমী কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে শহরের লোকনাথ টেংকের পাড় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের মহিম চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সুহিলপুর ইউপি চেয়ারম্যান আজাদা হাজারী আঙ্গুর, সাংবাদিক মীর মোঃ শাহীন, ব্যবসায়ী আবু কাউসার প্রমূখ।
এ সময় বক্তারা সুস্থ সমাজ গঠনে খেলাধূলার চর্চা বাড়াতে সকলের প্রতি আহ্বান জানান।
উদ্বোধনী খেলাটি ব্রাহ্মণবাড়িয়া ফুটবল একাডেমী ও ইউনাইটেড ফুটবল একাডেমীর মধ্যে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশগ্রহন করছে।