Advertisement

৭ দফা বাস্তবায়নের দাবীতে পরিবহন মালিক-শ্রমিকদের মানবন্ধন

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১০৩৭।

স্টাফ রিপোর্টার:

৭ দফা দাবী বাস্তবায়নের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে কুমিল্ল-সিলেট মহাসড়েকর কাউতলী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি জসীম উদ্দিন জমসেদ, সাধারণ সম্পাদক মোঃ হানিফ, পরিবহন নেতা নিয়ামত উল্লাহ, মোঃ ছোট্ট মিয়া প্রমূখ।

বক্তারা বলেন অভিযোগ করে বলেন, হাইকোর্টের নির্দেশনা থাকা সত্বেও অদৃশ্য কারণে আইন অমান্য করে জেলার খাঁটিহাতা বিশ্বরোড মোড় থেকে কুমিল্লার ময়নমতি পর্যন্ত আঞ্চলিক সড়ক ছাড়াও হাইওয়ে সিএনজি চালিত থ্রি হুইলার ও ব্যাটারিচালিত ইজি বাইক অবাধে চলাচল করছে। এতে প্রতিনিয়ত বিভিন্ন দুর্ঘটনা ঘটছে। তারা অবিলম্বে মহাসড়কে নিষিদ্ধ এ সকল যানবাহন বন্ধের দাবী জানান।

মানববন্ধন শেষে পরিবহন শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com