স্টাফ রিপোর্টার:
সারাদেশে নারী/শিশু নির্যাতন ও ধর্ষণ-গণধর্ষণ প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি’র বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে ধাওয়া চালিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ মার্কেটের সামনে জেলা বিএনপি অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহনে মানববন্ধন শুরু হলে পুলিশ এসে ব্যানার ছিনিয়ে নেয় এবং ধস্তাধস্তি চালায়।
এ সময় উভয় পক্ষের মধ্যে তুমুল বাকবিতন্ডা ও উত্তেজনা দেখা দেয়। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়।
পরে পুলিশি বাঁধার মধ্যেই মানববন্ধন করে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিসক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমূখ।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ সভা করার জন্য দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে পুলিশ এসে মারমুখী হয়ে আমাদের ওপর আক্রমণ করে। তবুও আমাদের নেতাকর্মীরা উত্তেজিত হয়নি। এ ঘটনায় আমিসহ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছি।
তবে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, কেউ আহত হননি, কোনো ধস্তাধস্তির ঘটনাও ঘটেনি। তারা বের হতে চেয়েছিল, আমরা বের হতে দেইনি।