স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় ৩ জন খুন হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আশুগঞ্জের লালপুরে কথা কাটাকাটির জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই যুবক খুন হয়। নিহতরা হলো উপজেলার লালপুর লামাবায়েক গ্রামের মিলন মিয়ার ছেলে ইশান (২২) ও সিরাজুল ইসলামের ছেলে মনির হোসেন (২৪)। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, গত সোমবার সন্ধ্যায় দোকানে আড্ডা দেয়ার সময় লামাবায়েক গ্রামের বাদশা মিয়ার বাড়ির আহমদ আলীর ছেলে আলী আজম ও বাচ্চু মিয়ার বাড়ির মতলব মিয়ার ছেলে দুলাল মিয়ার মধ্যে কথাকাটাকাটি হয়। এসময় আলী আজম দুলালকে চর থাপ্পড় মারে। এরই জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের হামলায় বাচ্চু মিয়ার বাড়ির মিলন মিয়ার ছেলে ইশান ঘটনাস্থলেই নিহত হন। একই বাড়ির সিরাজুল ইসলামের ছেলে মনিরকে গুরতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জেলার পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, সদর উপজেলার বুধল গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত এ গ্রামের আবদুল কালাম ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে ঢাকায় মারা যায়। মঙ্গলবার তার মরদেহ ব্রাক্ষনাবড়িয়ার বুধল গ্রামে নিয়ে আসা হলে সেখানে উত্তেজনা দেখা দেয়। ঘটনার পর প্রতিপক্ষ সিরি ইসলামসহ তার সাঙ্গপাঙ্গরা গাঁ ঢাকা দিয়েছে।