এনবি ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ায় জনস্বাস্থ্য রক্ষার্থে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরে পৌর কমিউটির সেন্টারে ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোঃ জহিরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাক্তার মোঃ আবু সাঈদ। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আবু কাউছার, সদস্য শেখ মাহবুবুর রহমান, শরিফুল হক মিশু, শফিকুল ইসলাম রুবেল প্রমুখ।
পরে আলোচনা সভায়, সবার সম্মতিক্রমে এম.আর.পি মূল্যে ঔষধ বিক্রির করা সিদ্ধান্ত নেওয়া হয়। এম.আর.পি ছাড়া কোনো ঔষধ যেন বাজারে বিক্রি না করা হয় সেই দিকে খেয়াল রাখার আহ্বান জানানো হয়।