স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে সরকারি চাল মজুদ রাখার দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশরাফ আহমেদ রাসেল ও সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পঙ্কজ বড়–য়ার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার নন্দনপুর বিসিক শিল্প নগরীর “মেসার্স জামান এন্ড সন্স” নামক চালের গুদামে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পঙ্কজ বড়–য়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে তিনি নন্দনপুর বিসিক শিল্প নগরীর “মেসার্স জামান এন্ড সন্স” নামক চালের গুদামে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মেসার্স জামান এন্ড সন্স নামক ব্যবসা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ সরকারি ডিওর চাল ক্রয়ের যথাযথ কাগজপত্র দেখাতে পারেনি ও তারা ফুডগ্রেন লাইসেন্সবিহীন মজুদ রাখেন। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্যসহ সদর থানার পুলিশ উপস্থিত ছিলেন।