ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় স্থানীয় অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা-খাঁনের নেতৃত্বে বর্ণাঢ্য এক র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা-খাঁন।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ মোঃ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক মোঃ আবুল কালাম, অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজনীন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা-খাঁন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বর্তমানে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আগামীতে উন্নত বাংলাদেশ হবে। সারা বিশ্বে তোমরা গর্বের সাথে বলতে পারবে আমি বাংলাদেশের নাগরিক। সেজন্য তোমাদের সুস্থ থাকতে হবে।