স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত কয়েকদিনের পিসিআর রিপোর্টে জেলার নবীনগর উপজেলাতে সবচেয়ে বেশী করোনা আক্রান্ত রোগী সনাক্ত হওয়ায় পৌর এলাকাকে রেড জোন ঘোষনা করে জরুরি সেবা ছাড়া সকল প্রকার যানবাহন ও নৌকা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।
আজ শুক্রবার থেকে নবীনগর পৌর এলাকায় জরুরি সেবা ছাড়া সকল প্রকার যানবাহন ও নৌকা আগামী ২০ জুন পর্যন্ত বন্ধ থাকাছে। বৃহস্পতিবার বিকেলে নবীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলা প্রশাসনের জুরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জনসচেতনতায় নবীনগর উপজেলার সর্বস্তরের জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে এমন সিদ্ধান্ত বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করছেন উপজেলা প্রশাসন। উল্লেখ্য, এই উপজেলায় এখন পর্যন্ত ৯৫ জন ব্যক্তির শরীরে করোনা সনাক্ত করা হয়েছে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় একদিনেই নতুন আরো ৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪০৬ জনে।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন বলেন, শুক্রবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে পাঠানো নমুনা পরীক্ষার রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছেছে। এর মধ্যে ৫৩ জনের রিপোর্ট করোনা পজিটিভ ধরা পড়েছে। আক্রান্তদের আইসোলেশন সেন্টারে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। নতুন আক্রান্তদের মধ্যে জেলা সদর উপজেলায় ১৮, কসবায় ২৭, আখাউড়ায় ৩, নাসিরনগরে ৩ ও আশুগঞ্জে ২ জন রয়েছেন।
তিনি আরো জানান, জেলায় করোনা আক্রান্ত হয়ে ইতিমধ্যেই ছয়জন মারা গেছেন। আর আইসোলেশন সেন্টার থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ জন।