Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় আরো ২৫জন করোনাভাইরাসে আক্রান্ত

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৮৬৯।

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘন্টায় আরো ২৫জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার বিকেলে আইইডিসিআর থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন কার্যালয়ে আসা নমুনার রিপোর্টে তাদের ফলাফল পজেটিভ আসে।

নতুন করে আক্রান্তদের মধ্যে নবীনগর উপজেলার ১৩জন এবং বাঞ্ছারামপুর উপজেলায় ১২জন। নতুন ২৫জন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২৭৬ জনে উন্নীত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে দায়িত্বরত চিকিৎসক ডাঃ সানজিদা এই তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার বিকেলে আইইডিসিআর থেকে পাওয়া রিপোর্টে নতুন করে আরো ২৫ জনের করোনাভাইরাস সনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১৩ জনের বাড়ি নবীনগর উপজেলার বিভিন্ন গ্রামে ও ১২ জনের বাড়ি বাঞ্চারামপুর উপজেলার বিভিন্ন গ্রামে। এর পর্যন্ত জেলায় ৫ হাজার ৫৪১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ৪ হাজার ৪৩২ জনের ফলাফল পাওয়া গেছে।

তিনি বলেন, জেলায় আক্রান্ত ২৭৬ জনের মধ্যে ৭৫ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এখনো আইসোলেশনে আছেন ১৭২ জন। এদের মধ্যে জেলায় ১৬৫ জন, ঢাকায় ৪ জন, কুমিল্লায় ২ জন ও ফেনীতে ১ জন। করোনাভাইরাসে জেলায় ৪ জন মারা গেছেন।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com