স্টাফ রিপোর্টার:
৬০ শতাংশ বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে জেলা কমিউনিস্ট পার্টি।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত মানবন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, সহ সম্পাদক আছমা খানমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তরা বলেন, দেশে করোনাকালীন সময়ে বিশ্বের অন্যান্য দেশে যেখানে পরিবহন ভাড়া ফ্রি করা হয়েছে তখন আমাদের দেশে জনগনের পকেট কেটে কয়েকগুণ বেশী ভাড়া আদায় করা হচ্ছে। এই সুযোগকে কাজে লাগিয়ে একটি শ্রেণী সরকার নির্ধারিত মূল্যের চেয়েও বেশী গুণ ভাড়া যাত্রীদের কাছ থেকে আদায় করছে।
এতে জনগনের দুর্ভোগ বাড়ছে। তারা দ্রুত বর্ধিত ভাড়া বাতিলের জন্য সরকারের নিকট দাবী জানান। ঘন্টব্যাপী মানবন্ধনে নানা শ্রেণীপেশার মানুষ অংশ নেয়।