মোঃ রাসেল আহম্মেদ,এনবি ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া ১ হাজার ২ শত পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে নিরাপদ দুরত্ব বজায় রেখে তাদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খাঁন প্রধান অতিথি হিসেবে তাদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত বৈদ্য ও রাজ কুমার বিশ্বাস।
ঈদ সামগ্রী বিতরণকালে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খাঁন বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন মানুষের পাশে প্রধানমন্ত্রী আছেন। জেলা প্রশাসনও কর্মহীন মানুষের পাশে আছে।
তিনি বলেন, আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি বলেন, যতদিন দেশে স্বাভাবিক অবস্থা ফিরে না আসে ততদিন এই কার্যক্রম অব্যাহত থাকবে।