মোঃ রাসেল আহামেদ.এনবি ডেস্ক:
ড্রীম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশন এর আয়োজনে করোনা সংকট মোকাবেলায় ব্রাহ্মণবাড়িয়ায় ১শ প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শহরের কাজি পাড়াস্থ আইডিয়াল স্কুল মাঠে নরসিংদী জেলার জেলা প্রশাসক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের সংবিধান প্রণেতাদের অন্যতম সদস্য, গণপরিষদ সদস্য সাবেক সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ এর কৃতি সন্তান সৈয়দা ফারহানা কাউনাইনের নিজ উদ্যোগে এ্ই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিবন্ধীদের কল্যাণে গড়া সংগঠন ড্রিম ফর ডিসএ্যাবিলিট ফাউন্ডেশনের সহযোগিতায় এ সময় প্রত্যেককে ৬ কেজি চাউল, ১ কেজি ডাল, ছোলা ১ কেজি, পেয়াজ ১ কেজি, আলু ১ কেজি সাবনসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দেয়া হয়।
জেলা আওয়ামীলীগ এর সম্মানিত প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম সার্বিক তত্ববধানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি, সদর উপেজলা ভাইস চেয়ারম্যান এডভোকেট মোঃ লোকমান হোসেন, ড্রিম ফর ডিসএ্যাবিলিট ফাউন্ডেশনের চেয়ারম্যান হেদায়েতুল আজিজ মুন্না প্রমূখ।
ড্রিম ফর ডিসএ্যাবিলিট ফাউন্ডেশনের চেয়ারম্যান হেদায়েতুল আজিজ মুন্না প্রতিবন্ধীদের পাশে থাকার জন্য ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ও নরসিংদী জেলার জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।