মোঃ রাসেল রাসেল আহম্মেদ,এনবি ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার নাটাই গ্রামে নকল পন্য তৈরীর কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়–য়ার নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
এ সময় ওই কারখানাটিকে সিলগালা করে মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। পরে কারখানার ৩টি গোডাউন থেকে বিপুল পরিমান নকল মাল্টার জুস, সয়াবিন তেল, চাপাতাসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়–য়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই কারখানায় গিয়ে অভিযান চালানো হয়। পরে মালিককে ৫ লাখ টাকা জরিমানা ও কারখানাটিকে সিলগালা করা হয়েছে।
অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য, নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্দ্বীপ তালুকদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনা সাহাসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।