Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় নার্সিং ইনস্টিটিউটকে করোনা হাসপাতালের জন্য প্রস্তুত করা হচ্ছে’

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১০৪০।

 

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় দিন দিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় জেলা সদর হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটকে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হচ্ছে। আজ শনিবার সকাল থেকে এর সংস্কার কাজ শুরু হয়েছে।

দুুপুরে সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার মোঃ শওকত হোসেনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এই আইসোলেশন সেন্টারের কার্যক্রম পর্যালোচনা করেছেন।

এ সময় সিভিল সার্জন জানান, আগামী কয়েকদিনের মধ্যেই ৫০শষ্যা বিশিষ্ট হাসপাতালটি প্রস্তুত হবে। এছাড়াও আইসিও এবং ভেন্টিলেশনের জন্য সংশ্লিষ্টদের কাছে চাহিদা দেয়া হয়েছে।

প্রসঙ্গত, জেলায় এখন পর্যন্ত ৩১ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। এর মধ্যে ২জন সুস্থ এবং ২ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ২৬৩২২ জন ও আইসোলেশনে ২৬জন রয়েছে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com