Advertisement

ছোটহরণ কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে মাহে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১৩৮১।

মোঃ রাসেল আহমেদ,এনবি ডেস্ক:

করোনা সংকট মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মহীন হয়ে পড়া ২শ পরিবারের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার ছোটহরণ যুবকল্যাণ সংগঠনের সহযোগিতায় প্রবাসীদের উদ্যোগে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এতে প্রতিজনকে খাদ্য সামগ্রী হিসেবে ১ কেজি মুড়ি, ২ কেজি ছানা বুট, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু,১ কেজি খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ৯নং নাটাই দক্ষিণ ইউনিয়নের যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ রুস্তম ইউনুছ, হেলথ্কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক মোঃ মাসুদ রানা, ছাত্রলীগ নেতা রনি, সরদার রুপ মিয়া, প্রমূখ।

এই খাদ্য সামাগ্রীতে সহযোগিতা করেন, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ সোহরাব উজ্জল, মোহাম্মদ আমিনুল ইসলাম জুয়েল, মোহাম্মদ বশির মিয়া,মোহাম্মদ মজিবর রহমান, মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ মামুন মিয়া, মোহাম্মদ সুজন, মোহাম্মদ কামাল খান, মোহাম্মদ মনির হোসেন, মোহাম্মদ আল আমিন,মোহাম্মদ হুমায়ন কবির।

এসময় মোঃ রুস্তম ইউনুছ বলেন, করোনা সংকট মোকাবেলায় সকলকে এক যোগে এগিয়ে আসতে হবে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরকেও অসহায় মানুষদের পাশে এসে দাঁড়াতে হবে। এছাড়াও তিনি করোনা ভাইরাস প্রতিরোধে আতংকিত না হয়ে সচেতনতার সাথে এই দুর্যোগ মোকাবেলা করতে সকলের প্রতি আহ্বান জানান।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com