মোঃ রাসেল আহম্মেদ,এনবি ডেস্ক:
চলতি মাসের শুরুতে ব্রাহ্মণবাড়িয়ায় উন্মুক্তভাবে ওএমএস এর চাল বিতরণ শুরু হলেও এখন ওয়ার্ড ভিত্তিক তালিকা করে দরিদ্র ও নিন্ম আয়ের মানুষের মাঝে ওমএমএস এর চাল বিক্রয় শুরু হয়েছে।
আজ মঙ্গলবার সকালে শহরের কাউতলী এলাকায় শহীদ লুৎফুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাদ্য অধিদপ্তর পরিচালিত এই কার্যক্রম শুরু করেন জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সুবীর নাথ চৌধুরী।
এই কার্যক্রমের আওতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার ৪ টি পৌরসভার ১২ হাজার কার্ডধারী প্রতিমাসে ১০ টাকা মূল্যে ২০ কেজি চাল ক্রয় করতে পারবে। সপ্তাহে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার এই চাল দেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য, রেস্তোরা মালিক সমিতির সভাপতি মোঃ শাহ আলমসহ স্থানীয় ব্যক্তিবর্গ।