মোঃ রাসেল আহম্মেদ, এনিব ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল গ্রামে করোনাভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে ঘরমুখো হতদরিদ্র্য ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বুধল গ্রামের তরুণরা।
গত সোমবার ( ১৩ এপ্রিল) শুরু হয়ে আজ বুধবার পর্যন্ত তিন দিনব্যাপী তরুণদের নিজ উদ্যোগে গ্রামের কর্মহীন শ্রমজীবিদের মাঝে এ ত্রাণ সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে।
ত্রান সামগ্রীর মধ্যে রয়েছে ৭ কেজি চাউল, ৩ কেজি আলু, আধা কেজি পেয়াঁজ, আধা কেজি ডাল এবং আধা লিটার তৈল। এসব ত্রাণ সামগ্রী গ্রামের ৩ শতের অধিক পরিবারকে দেওয়া হয়েছে।
এ সাহায্য সহযোগিতায় অত্র এলাকার ২০ জনের স্বেচ্ছাসেবকের একটি তরুণ দল রাত-দিন কঠোর পরিশ্রম করে নিজেদের ব্যাক্তিগত উদ্যোগে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
ত্রাণ সামগ্রী বিতরণ ছাড়াও রয়েছে গ্রামের মানুষের জন্য গ্রামের প্রতিটি স্তরে হাত ধৌত করার অস্থায়ী প্রক্ষালন ব্যবস্থা, করোনা মোকাবিলায় প্রয়োজনীয় সামগ্রী ব্যবহার করছে কি না তদারিক করা এবং গ্রামের জনবহুল স্থানে স্প্রে করাসহ করোনা প্রতিরোধে আরও নানা কার্যক্রম ব্যবস্থা।