Advertisement

করোনা প্রতিরোধে অস্থায়ী প্রক্ষালনের উদ্যোগ নিলেন ব্রাহ্মণবাড়িয়ার বুধল গ্রামের যুবকরা

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৮৮২।

স্টাফ রিপোর্টার:

নভেল করোনা ভাইরাসের ভয়ে দিশেহারা দেশের প্রতিটি মহল। দেশের প্রতিটি অঞ্চলে সর্বস্তরের জনগণ করোনা মোকাবিলায় নানারকম উদ্যোগ গ্রহন করে আসছে এরাই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানার বুধল গ্রামের স্বেচ্ছাসেবী যুবকরা “করোনা প্রতিরোধ গ্রুপ, বুধল” ব্যানারের অধীনে ” হাত ধৌত করুন করোনা প্রতিরোধ করুন” এ স্লোগান সামনে রেখে পথচারীসহ গ্রামের মানুষের জন্য গ্রামের প্রতিটি স্তরে হাত ধৌত করার অস্থায়ী প্রক্ষালনের ব্যবস্থা করা হয়েছে।

পথচারীদের থেকে কাঁঁচা বাজার ব্যবসায়ী এলাকার সকল জনগণ এ সুবিধা গ্রহন করতে পারছেন। একইসঙ্গে বাড়ছে গ্রামে করোনা সম্পর্কে গণ সচেতনতা।

এ প্রকল্পের মধ্যে রয়েছে, এলাকার প্রতিটি মানুষকে করোনা সম্পর্কে সচেতন করা। করোনা মোকাবিলায় প্রয়োজনীয় সামগ্রী ব্যবহার করছে কি না তদরিক করা, গ্রামের জনবহুল স্থানে স্প্রে করা, গ্রামের অসহায়, গরীব মানুষদের কাছে গ্রামের নিজস্ব তহবিল থেকে সাধ্যমতো খাদ্যসহ প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দেওয়া।

তাছাড়া করোনা প্রতিরোধে আরও নানান দিক হাতে নিয়েছেন এ গ্রামের যুবকরা।

প্রকল্পটির সার্বিক কাজ পরিচালনায় অত্র এলাকার ২০ জনের মতো একটি স্বেচ্ছাসেবী দল রাতদিন কঠোর পরিশ্রম করে আসছে।

স্বেচ্ছাসেবী দলটির অনেকই জানান, গত এক সপ্তাহ হলো স্বেচ্ছায় নিজেদের উদ্যোগে এ কাজ শুরু করেছি। দেশের ক্লান্তিকাল যতদিন দূর না হবে ততদিন এ কাজগুলো এলাকায় চালিয়ে যাওয়ার চেষ্ঠা থাকবে।

তারা আরও জানান, শুধু আমাদের গ্রামের নয় আমাদের আশেপাশের প্রতিটি গ্রামের করোনা সচেতনতা বাড়ানোসহ আমাদের এ প্রকল্পের সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা থাকবে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com