মোঃ রাসেল আহম্মেদ,এনবি ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক সংগঠন আলোর পথের উদ্যোগে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া প্রায় ১৫০ জনের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে শহরের দক্ষিণ মৌড়াইল এলাকার খ্রিস্টীয়ান মিশন প্রাইমারি স্কুল মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে উপস্থিত হওয়া ৩০ জনকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
পরে সংগঠনের সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ছোটহরণ, বড়হরণ, ক্ষুদ্র ব্রাহ্মণবাড়িয়া, কালিসীমা, আমিনপুর ও অষ্টগ্রাম গ্রামে গিয়ে বাকি ১২০ জনের বাড়ি বাড়ি নিয়ে এসব সামগ্রী পৌঁছে দেন।
বিতরণ করা খাদ্যসামগ্রীর প্যাকেটে ছিল- তিন কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, আধা লিটার সয়াবিন তেল, দুটি সাবান ও একটি মাস্ক।
আলোর পথে’র সভাপতি শহরের বিশিষ্ট দন্ত চিকিৎসক নুরুল হুদা পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়াস্থ খ্রিস্টীয়ান ব্যাপ্টিস্ট চার্চের ফাদার ক্রিস্টোফার টাইটাস দাস জয়, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাউসার এমরান, সহসভাপতি আল-আমীন শাহীন, দ্য ডেইলি স্টারের জেলা প্রতিনিধি মাসুক হৃদয়, মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি আশেক মান্নান হিমেল ও ডেইলি বাংলাদেশ’র প্রতিনিধি চয়ন বিশ্বাস প্রমুখ।
আয়োজকদের এমন উদ্যোগের প্রশংসা করে অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট লোকমান হোসেন বলেন, “রাষ্ট্রের পাশাপাশি সমাজের তরুণরা এভাবে অসহায় মানুষগুলোর পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে যে কোনো ধরণের প্রতিকূলতায় বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে।”