স্টাফ রিপোর্টার,
ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি রাস্তার পাশে অবৈধভাবে নির্মানাধীন স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। গত বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার মোহাম্মদপুর বাজারে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবিএম মশিউজ্জামান এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবিএম মশিউজ্জামান বলেন, সদর উপজেলার মোহাম্মদপুর বাজারের সরকারি রাস্তার পাশে দেড় শতক সরকারি জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মান করা হচ্ছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নির্মানাধীন স্থাপনা উচ্ছেদ করা হয়। তিনি বলেন উদ্ধারকৃত সরকারি সম্পত্তির আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।