স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় সোয়া ১৩ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের আমদানী নিষিদ্ধ ভারতীয় বিষ্ফোরক জাতীয় দ্রব্যসহ (আতশবাজি) সহ ৬জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
রোববার রাতে সদর উপজেলার উজানিসার ব্রিজের পাশ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় আতশবাজি ভর্তি একটি পিকআপ ভ্যান ও তাদের ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকসা উদ্ধার করা হয়। সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যেমে এ তথ্য জানান জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মধুপুর গ্রামের মোঃ মানিক মিয়া-(২৬), একই এলাকার মোঃ আল আমিন-(২৭), মোঃ কামাল উদ্দিন-(৪৮) ( অটোরিকসা চালক), মোঃ জাকির হোসেন-(২৩), মুন্না-(২৫) ও মোঃ ফারুক মিয়া-(২৮) (পিকআপ চালক)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১৩ লাখ ৯ হাজার ৩শত টাকা।