স্টাফ রিপোর্টার,
ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাসের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী ব্রাহ্মণবাড়িয়া শহরে মাইকিং ও লিফলেট বিতরন করেছে সদর মডেল থানার পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিনের নেতৃত্বে পুলিষ শহরের প্রধান প্রধান সড়কে লিফলেট বিতরণ করেন ও পুরো শহরে মাইকিং করান।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। তিনি বলেন, সদর উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যানদের কাছে ওইসব ইউনিয়নে বিতরনের জন্য লিফলেট দেয়া হয়েছে। যাতে করে গ্রাম পর্যায়ে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি পায়। তিনি বলেন, লিফলেট বিতরণের পাশাপাশি সদর থানার পক্ষ থেকে পৌর শহর ও গ্রাম পর্যায়ে সচেতনামূলক বার্তা দিয়ে মাইকিং করা হচ্ছে। তিনি বলেন, করোনা নিয়ে আতংকিত না হয়ে আমাদের সকলকে সচেতন হতে হবে। সচেতনতা বৃদ্ধির জন্যে সদর থানা পুলিশের এই কার্যক্রম।