Advertisement

নুসরাত হত্যাকারীদের বিচার দাবিতে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১২৯৪।

এনবি প্রতিনিধিঃ
ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানবনন্ধন অনুষ্ঠিত হয়েছে। নুসরাত হত্যার প্রতিবাদ জানিয়ে শনিবার বিকেলে সচেতন যুব সমাজ এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেসক্লাবের সামনে সমাবশে করে। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। এছাড়াও একই দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে জেলা মহিলা পরিষদ। এ সময় বক্তব্য রাখেন নারী নেত্রী নন্দিতা গুহ, সাথী রানী, কমরেড সাজিদুল ইসলাম প্রমূখ। বক্তারা, নুসরাত হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানান।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com