স্টাফ রিপোর্টার:
নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সম্মাননা পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতি নারীনেত্রী এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত।
গত রবিবার আর্ন্তজাতিক নারী দিবসে তিনিসহ দেশের আট নারী ব্যবসায়-ব্যক্তিত্বকে এ সম্মাননা জানানো হয়। ঢাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সেলিমা আহমাদ এবং সেনা পরিবার কল্যাণ সমিতি ও প্রয়াস-এর পৃষ্ঠপোষক দিলশাদ নাহার আজিজ।
অনুষ্ঠানে হরাইজন মিডিয়া অ্যান্ড পাবলিকেশনস লিমিটেডের চেয়ারপারসন জেরিন করিম, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সম্পাদক ইনাম আহমেদ এবং দ্য বিজনেস ষ্ট্যান্ডার্ডের প্রকাশক ও নির্বাহী সম্পাদক শাহরিয়ার খান বক্তৃতা করেন।