মোঃ রাসেল আহম্মেদ,এনবি ডেস্ক:
দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে দ্বিতীয় দিনের মত ব্রাহ্মণবাড়িয়ায় প্রশাসনের মাঠ পর্যায়ের অফিসে কর্মরত ১৩-১৬ গ্রেডের সহকারীগনের পদ পদবী ও বেতন গ্রেড সচিবালয়ের ন্যায় পরিবর্তন এবং দীর্ঘদিনের দাবী বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার দুদিনব্যাপী ২ ঘন্টা কর্মবিরতি কর্মসূচী পালিত হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ উপলক্ষে সকাল ৯টা থেকে ১১ টা পর্যন্ত তাদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মবিরতির সময় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সমাবেশ বিক্ষোভ কর্মসূচীতে বাকাসস ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি সুধাংশু সরকারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মো:আবদুল লতিফ,পল্লব কুমার চক্রবর্তী, মোঃ রফিকুল ইসলাম, অরবিন্দু কর, শাহজাদা খান, মোঃ শাহ আলম, খোরশেদুজ্জামান প্রমূখ।
বক্তারা বলেন, অবিলম্বে তাদের দাবী বাস্তবায়ন করতে হবে অন্যথায় সারাদেশব্যাপী আরো কঠোর কর্মসূচী পালন করা হবে।