স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন মাংসের বাজারে অভিযান চালিয়েছে ভ্রম্যামান আদালত। শুক্রবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য এ অভিযান চালায়।
এ সময় যত্রতত্র পশু জবাই ও অস্বাস্থ্যকরভাবে মাংস সংরক্ষণ করার অপরাধে ৪ ব্যাবসায়ী প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানাযায়, সকালে শহরের ফারুকী বাজা, আনন্দ বাজার, কাউতলী বাজার, নন্দনপুর বাজারসহ বেশ কয়েকটি মাংসের বাজারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাইসহ বিভিন্ন অনিয়মের কারণে পশু জবাই ও মাংষ নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ৪ টি মাংসের দোকানকে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।