Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় তিন শতাধিক দু:স্থ মানুষ পেল কম্বল

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১২১৪।

 

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার তিন শতাধিক অসহায়-দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে মজিদ-নাহার ফাউন্ডেশন।

শুক্রবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ আ ম রশিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ এস এম শফিকুল্লাহ, জাতীয় নাক, কান, গলা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. আশিকুর রহমান ভূঁইয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, মজিদ-নাহার ফাউন্ডেশনের সহসভাপতি এইচ এম জাকারিয়া ও কোষাধ্যক্ষ এনায়েত হোসেন মিঠু।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মজিদ-নাহার ফাউন্ডেশনের এই উদ্যোগ অন্যান্য বিত্তবানদের এমন কাজে উৎসাহিত করবে। সব বিত্তবানরা যদি দু:স্থদের সাহায্যে এগিয়ে আসেন তাহলে দরিদ্রতা কমে আসবে। আলোচনা শেষে তিন শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল তুলে দেয়া হয়।

উল্লেখ্য, গত ২০১১ সাল থেকে অসহায় মানুষদের আত্মনির্ভরশীল করতে নানা কর্মসূচি পালনের পাশাপাশি দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রীসহ কম্বল, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা করে থাকেন মজিদ-নাহার ফাউন্ডেশন।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com