Advertisement

৩৩তম সালা দস্তাবন্দী ইসলামী মহাসম্মেলন জামিয়া সিরাজীয়া দারুল উলুম মাদ্রাসা

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১১৩৬।

 

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর ঐতিহ্যবাহী জামিয়া সিরাজীয়া দারুল উলুম ৩৩ সালা দস্তাবন্দী উপলক্ষে তিন দিন ব্যাপী আর্ন্তজাতিক ইসলামিয়া মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন জামিয়া সিরাজীয়া দারুল উলুম ভাদুঘরে মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদ।

জামিয়া সিরাজীয়া দারুল উলুম ভাদুঘর মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি মাওলানা বোরহান উদ্দিন আল-মতিনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ভাদুঘর জামিয়া সিরাজীয়া দারুল উলুম মাদ্রাসার মহাপরিচালক শায়খুল হাদিস মনিরুজ্জামান সিরাজী (বড় হুজুর)। লিখিত বক্তব্যে বলা হয়-৩৩ বছরে অত্র প্রতিষ্ঠান থেকে প্রায় ৪হাজার আলেম, হাফেজে কোরআন কৃতিত্বে সাথে পাশ করেছেন তাদের পাগড়ী প্রদান করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন জামিয়া সিরাজীয়া দারুল উলুম মাদ্রাসার সিনিয়র মুহাদ্দেস মাওলানা আব্দুল হান্নান কাসেমী, মুফতি এনামুল হক, মুফতি ইমাম হোসেন কাসেমী, মাওলানা মিজানুর রহমান মাসুদ, মুফতি মুকবুল হাসান, মুফতি মুজ্জামেল হক সিরাজী, মাওলানা কাজী এনাম, মাওলানা ইসহাক আল মামুন, মাওলানা শাহ মোহাম্মদ উল্লাহ, মুফতি আল হাবিবী উসমান, হাফেজ ইকরামুল মারজান প্রমুখ।

উল্লেখ্য, তিন দিন ব্যাপী জামিয়া সিরাজীয়া সংলগ্ন ময়দানে আগামী ১৯ ডিসেম্বর থেকে শুরু হবে ২১ ডিসেম্বর রাতে মোনাজাতের মাধ্যমে শেষ হবে। তিনদিন ব্যাপী ইসলামি মহাসম্মেলনে আলোচনা করবেন চট্টগ্রাম হাটহাজারী দারুল উলূম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ্ আহমদ শফি, ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা শায়খ কামারুদ্দীন, প্রধান মুফতি আল্লমা শায়খ মুফতি হাবিবুর রহমান খায়রাবাদী, মুহাদ্দিস আল্লামা রাশেদ আজমীসহ দেশ বিদেশের প্রখ্যাত আলেমগন।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com