Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় পেয়াজের দাম নিম্নমুখী , আগের দামেই বিক্রি হচ্ছে লবণ

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১০৭২।

 

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় পেয়াজের দাম নিম্নমুখী ও আগের দামেই লবণ বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান। তিনি মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন বাজার মনিটরিং শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে একথা বলেন।

এ সময় জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন বলেন, একটি মহল ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে গুজব ছড়িয়ে বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ওই চক্রটি লবণের দাম বেড়েছে বলে গুজব ছড়িয়ে মানুষকে আতংকগ্রস্থ করার চেষ্টা করছে। তিনি বলেন, মঙ্গলবার দুপুরে তিনি নিজে শহরের কয়েকটি বাজার মনিটরিং করেছেন।

এছাড়াও সকাল থেকেই সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়–য়া, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মসিউজ্জামান, জেলা প্রশাসনের কয়েকজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, জেলা বাজার মনিটরিং অফিসার মোঃ নজরুল ইসলাম শহরের বিভিন্ন বাজার, পাইকারী ও খুচরা দোকান পরিদর্শন করেছেন।

জেলা প্রশাসক বলেন, বাজারে লবণের কোন সংকট নেই। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় ৪টি প্রতিষ্ঠিত কোম্পানীর ১৮টন লবণ মজুদ ছিলো। এর মধ্যে এসিআই লবন ৪টন, মোল্লা সল্ট ৫টন, ফ্রেস দেড় টন এবং কনফিডেন্স লবন সাড়ে ৭টন।

তিনি বলেন, ব্যবসায়ীরা তাঁকে জানিয়েছেন বাজারে লবনের কোন সংকট নেই। তারা আগের দামেই লবণ বিক্রি করছেন। জেলা প্রশাসক আরো জানান, বাজারে লবণের সংকটের কোন সম্ভাবনাও নেই। ১০৭টন লবন দুই একদিনের মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ায় পৌছবে।

তিনি বলেন, বাজারে এখন পেয়াজের দামও নিম্নমুখী। তিনি জানান, মঙ্গলবার বাজারে দেশী পেঁয়াজ প্রতিকেজি ১৪০টাকা থেকে ১৫০টাকা ও মিশর থেকে আনা পেঁয়াজ ১২০টাকা থেকে ১৩৫টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আগামী দু’একদিনের মধ্যে পেঁয়াজের দাম আরো কমবে।

এসময় জেলা প্রশাসক আরো বলেন, যারা ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে গুজব ছড়িয়ে বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদেরকে চিহ্নিত করতে প্রশাসন কাজ করছে। তিনি বলেন, গুজব রটনাকারীদের আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, তিনি আজ( বুধবার) বাজার পরিস্থিতি নিয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও চেম্বার নেতৃবৃন্দের সাথে বসবেন। দুই একদিনের মধ্যে টিসিবির মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় ন্যায্য মূল্যে পেয়াজ বিক্রির ব্যবস্থা করবেন। তিনি গুজবে কান না দিতে জনগনকে আহবান জানান। তিনি বলেন, কোন ব্যবসায়ী যদি চড়া দামে লবণ বিক্রি করেন তাহলে আমাদেরকে জানাবেন। আমরা ব্যবস্থা নেব।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়–য়া, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম. রশিদুল ইসলামসহ বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com