স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগে পৌর এলাকার মুন্সেফপাড়ার খ্রীষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতালের মালিক ডিউক চৌধুরীসহ ৩ চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গত বুধবার ভুল চিকিৎসায় মৃত্যুর শিকার নওশীন আহমেদ দিয়ার পিতা শিহাব আহম্মদ গেন্দু ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এই মামলাটি দায়ের করেন। মামলার অপর দুই আসামী হচ্ছেন চিকিৎসক অরুনেস্বর পাল অভি ও মোঃ শাহাদাত হোসেন রাসেল।
আদালত অভিযোগ আমলে নিয়ে তা নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করার জন্যে সদর মডেল থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন। এদিকে শুক্রবার সকালে পৌর এলাকার শেরপুর কবরস্থান থেকে দিয়ার লাশ ময়নাতদন্তের জন্যে উত্তোলন করা হবে বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সেফপাড়ার ক্রিসেন্ট কিন্ডার গার্টেন স্কুলের সহকারী শিক্ষিকা নওশীন আহাম্মদ দিয়া গর্ভবতী অবস্থায় গত ৩০ অক্টোবর খ্রীষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন। সেখানে তার আগাম ডেলিভারীর ব্যবস্থা করা হয়। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার ১টি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়। কিন্তু পুরোপুরি সুস্থ হওয়ার আগেই তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়। এরপর হাসপাতালের পাশ্ববর্তী স্বামীর বাড়ীতে নেয়া হয় তাকে।
৪ নভেম্বর ভোর বেলায় দিয়ার প্রচন্ড মাথা ব্যাথা শুরু হলে তাৎক্ষনিক তাকে আবার খ্রীষ্ট্রিয়ান মেমোরিয়াল হাসপাতালে নেয়া হয়। ওই সময়ে হাসপাতালের পরিচালক চিকিৎসক ডিউক চৌধুরী, অরুনেশ্বর পাল অভি ও মোঃ শাহাদাত হোসেন রাসেল দিয়ার দিয়ার ভুল চিকিৎসা এবং ভুল ইনজেকশন ও ঔষধ প্রয়োগ করেন। এরপর সে অজ্ঞান হয়ে গেলে তা গোপন করে চিকিৎসার নামে সময় ক্ষেপন করতে থাকেন।
এসময় দিয়ার স্বজনরা একজন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসককে কল দিতে বললেও ডিউক ও অন্যান্য ডাক্তাররা চুপ থাকেন। এক পর্যায়ে দিয়ার মৃত্যু হলেও তার মুখে অক্সিজেনের মুখোশ লাগিয়ে দুপুর ১টার দিকে ডিউক ও অন্য দুই চিকিৎসক দ্রুত তাকে ঢাকায় নিয়ে যেতে বলেন। দিয়ার বাবা এম্বুলেন্সে করে তার মেয়েকে নিয়ে বিকেল সাড়ে ৪টায় ঢাকা ল্যাব এইড হাসপাতালে পৌছলে সেখানে ডাক্তাররা দিয়াকে মৃত বলে জানান। ঢাকার চিকিৎসকরা জানান, কয়েক ঘন্টা আগেই দিয়ার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম উদ্দিন জানান, তারা তদন্ত করছেন। শুক্রবার কবর থেকে তারা লাশ উত্তেলন করা হবে।